নয়াদিল্লি: এক ছাত্রের পছন্দ হয়েছে জেনে জনসভায় পরা গলার সোনালি মালাটি তাঁকে গিফট করলেন নরেন্দ্র মোদী। রবেশ কুমার সিংহ নামে ওই পড়ুয়া সেটি চেয়ে তাঁর কাছে আবদার করেছিলেন ট্যুইটারে। তাঁর অনুরোধ ফেলেননি প্রধানমন্ত্রী।
রবেশ আইআইটি ধানবাদের (ইন্ডিয়ান স্কুল অব মাইনস) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। গত মাসে মধ্যপ্রদেশে এক জনসভায় প্রধানমন্ত্রীর গলায় ওই সোনার রঙের মালাটি পরেছিলেন।




ট্যুইটে রবেশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, পঞ্চায়েতি রাজ দিবসে আপনার ভাষণ শুনছিলাম। চমত্কার লেগেছে আপনার কথা। আপনার গলায় যে সোনালি মালাটি ছিল, সেটা আমার দারুণ পছন্দ হয়েছে। ওটা আমায় দেবেন?




পরদিনই রবেশকে সেটি পাঠিয়ে দেন মোদী। সঙ্গে একটি চিঠি। তাতে লেখেন, ট্যুইটারে দেখলাম আপনি লিখেছেন যে পঞ্চায়েতি রাজ দিবসে মান্ডলায় আমার গলার মালাটি আপনার পছন্দ হয়েছে। আপনাকে আমি ওটা উপহার হিসাবে পাঠালাম। সঙ্গে এই চিঠি। আপনার উজ্জ্বল ভবিষ্যত্, সাফল্য কামনা করি।
অভিভূত রবেশ ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, লিখেছেন, আপনার পাঠানো উপহার, চিঠি পেয়ে আমি সম্মানিত। এমন সুন্দর উপহার, শুভেচ্ছা বার্তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।