দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2016 08:13 AM (IST)
নয়াদিল্লি: জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। বুধবারই জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি শ্রীকৃষ্ণের জীবন থেকে দেশবাসীকে অনুপ্রাণিত হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন কাজ করে যাও, ফলের আশা না করে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে একদিন সাফল্য হাতের মুঠোয় আসবেই। তিনি আরও বলেন, এই শুভদিনে প্রত্যেকের উচিত্ সঠিকপথে, কাউকে না ঠকিয়ে জীবনে চলার পথে এগিয়ে যাওয়া। উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও দেশবাসীকে জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও বলেন গোটা মানব সভ্যতার কাছে শ্রীকৃষ্ণের বাণী হল অনুপ্রেরণার। তিনি বলেন ফলের আশা না করে প্রত্যেকের নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করে যাওয়া উচিত্। হিন্দুরীতি অনুসারে, জন্মাষ্টমীতে দেশজুড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা উচিত্। কৃষ্ণের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনে সুস্বাদু খাবার বানানো হয়। এইদিনে বেশিরভাব মানুষ সারা দিন উপবাস করেন এবং মধ্যরাত পর্যন্ত জেগে থাকেন। কারণ, সেসময়ই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন।