নয়াদিল্লি: সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায় ভারত। গতকাল পাকিস্তান দিবসে সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, ভারতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ও পাকিস্তানের বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সীমান্তে উত্তেজনা ঘিরে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়াও থমকে রয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মোদীর বার্তা যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, গতকাল পাকিস্তান দিবসে শুভেচ্ছা জানাতে শরিফকে চিঠি লেখেন মোদী। চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত।
গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও পাকিস্তান দিবসে সে দেশের প্রেসিডেন্ট মামুন হুসেনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রণব তাঁর বার্তায় বলেছেন, হিংসা ও সন্ত্রাসমুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত।
পাকিস্তান দিবসে শরিফকে শুভেচ্ছা বার্তা মোদীর
ABP Ananda, web desk
Updated at:
24 Mar 2017 07:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -