উল্লেখ্য, ভারতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ও পাকিস্তানের বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সীমান্তে উত্তেজনা ঘিরে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়াও থমকে রয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মোদীর বার্তা যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, গতকাল পাকিস্তান দিবসে শুভেচ্ছা জানাতে শরিফকে চিঠি লেখেন মোদী। চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত।
গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও পাকিস্তান দিবসে সে দেশের প্রেসিডেন্ট মামুন হুসেনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রণব তাঁর বার্তায় বলেছেন, হিংসা ও সন্ত্রাসমুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত।