নয়াদিল্লি: দেশে ঐক্যের সুন্দর ও অনুপ্রেরণামুলক দৃষ্টান্ত স্থাপনের জন্য মুসলিম সংগঠন জমিয়তে উলেমায়ে হিন্দ-এর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী মনে করিয়ে দেন, ভারত বৈচিত্র্যের দেশ। আর এই বৈচিত্র্য কেবলমাত্র ভোজন, জীবনযাপন ও পোশাকে সীমাবদ্ধ নয়। এই বৈচিত্র্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ধরা পড়ে।


প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি গুজরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। বহু মানুষ প্রাণ হারান। জল যখন নামে, তখন চারদিকেই আবর্জনার স্তূপ। সেইসময় বানসকান্তা জেলার ধানেরায় জমিয়তে উলেমায়ে হিন্দ-এর স্বেচ্ছাসেবকরা ২২টি ক্ষতিগ্রস্ত মন্দির ও ২টি মসজিদ সাফাই করে।


মোদী বলেন, এর মাধ্যমে জমিয়তের স্বেচ্ছাসেবকরা স্বচ্ছতার জন্য ঐক্যের এক সু্ন্দর, অনুপ্রেরণামূলক উদাহরণ মেলে ধরেছে। এই দায়বদ্ধতার ধারা যদি জীবনের সর্বক্ষেত্রে তুলে ধরতে পারি, তাহলে আমরা দেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।


প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ভারতের অত্যন্ত গভীর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা কয়েক হাজার বছর পুরনো। এই প্রেক্ষিতে তিনি বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করেন তিনি। বলেন, আমরা যদি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক রীতি, ঐতিহাসিক ঘটনার দিকে ফিরে তাকাই, তখন দেখা যাবে, একটা দিনও বাদ যাবে না, যেদিন কোনও উৎসব নেই।


মোদী যোগ করেন, ভারতের উৎসব প্রকৃতির পঞ্জিকা অনুসরণ করে। ফলে, প্রত্যেক উৎসবের সঙ্গে প্রকৃতির যোগ রয়েছে। এই প্রসঙ্গে এদিন সমভতসারি, গণেশ চতুর্থী, ওনাম, নবরাত্রি, দুর্গাপুজো, ইদুজ্জোহা সহ ভিন্ন ধর্মের বিভিন্ন উৎসবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।