কাশ্মীরে ঘৃণা ও ক্ষোভের পরিবেশ তৈরি করেছেন প্রধানমন্ত্রী, দাবি রাহুলের
Web Desk, ABP Ananda | 16 Aug 2017 05:44 PM (IST)
বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে ঘৃণা ও ক্ষোভের পরিবেশ তৈরি করেছেন। আজ বেঙ্গালুরুর একটি জনসভায় এমনই দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রীর নীতির জন্যই জম্মু ও কাশ্মীরে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে যাচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী ভারতের মানুষের প্রতিনিধি। তাঁর প্রধানমন্ত্রী-সুলভ আচরণ করা উচিত। গতকাল স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, গুলি বা গালিগালাজের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না। কাশ্মীরের সব মানুষকে আপন করে নেওয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। জঙ্গিরা উপত্যকায় সমস্যা সৃষ্টি করছে। সরকার কাশ্মীরকে ফের ভূ-স্বর্গ করে তোলার বিষয়ে বদ্ধপরিকর। শুধু জম্মু ও কাশ্মীর সরকারই নয়, গোটা দেশ উপত্যকার মানুষের উন্নয়নের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সাহায্য করবে। আজ প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরই পাল্টা সমালোচনা করেছেন রাহুল।