নয়াদিল্লি: করোনা প্রতিষেধক নিয়ে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি নিজেই ট্যুইট করে জানান যে, ভ্যাকসিন উৎপাদনের পর্যালোচনা করার পাশাপাশি তা বণ্টনের ব্যাপারেও ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে রাখা হয়েছে শুক্রবারের বৈঠকে।

ট্যুইটারে মোদি লেখেন, ‘প্রতিষেধক নিয়ে ভারতের কৌশল ও ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে একটা বৈঠকে বসেছিলাম। ভ্যাকসিন তৈরি, তার অনুমোদন এবং তা সংগ্রহ করা নিয়ে বিশদে আলোচনা হয়েছে।’





আর একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘জনসংখ্যার নিরিখে প্রাধান্য কাদের পাওয়া উচিত তা নিয়ে, এইসিডব্লিউ-দের সঙ্গে কথা বলেছি, কারা টিকা দেবেন, কী কী প্রযুক্তি লাগবে, সব কিছু নিয়েই কতা হয়েছে।’

এদিকে, হরিয়ানায় শুক্রবার ভারত বায়োটেকের করোনা-রোধী বলে দাবি করা ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হল। বিজেপি-শাসিত রাজ্যের ৬৭ বছর বয়সি মন্ত্রী অনিল ভিজ আগে ট্যুইট করেছিলেন, তিনিই হরিয়ানার প্রথম স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ডোজ নেবেন। সেইমতো তাঁর শরীরে কোভ্যাক্সিনের একটি পরীক্ষামূলক ডোজ প্রয়োগ করা হয়। অম্বালার একটি হাসপাতালে ডোজ নেন তিনি। বিজেপি নেতা ভিজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।