মুম্বই: বিরোধীদের যাবতীয় নিন্দা, সমালোচনা উড়িয়ে পাল্টা হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। নোট বাতিলের সিদ্ধান্তে গরিবরা সবচেয়ে বেশি মার খেয়েছেন, বিরোধীদের এহেন সমালোচনা খারিজ করে তিনি দাবি করেন, কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে অভিযান চালাতেই বাজারে চালু থাকা নোটের ৮৬ শতাংশ বাতিল করা হয়েছে। আজ মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, যারা বেআইনি কাজকর্ম করছে, তারা যেন এটা ভাল করে জেনে রাখে যে, কেন্দ্রে সরকার বদলেছে। দেশবাসী এমন এক সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, যাদের পূর্ণ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। অতএব অসাধুরা নিজেদের সংশোধন করুন। অসত্ লোকজন গরিবের অধিকারে থাবা বসায়, আর তাঁর সরকার যুদ্ধে নেমেছে ওদের বিরুদ্ধেই, দাবি করেন মোদী। বলেন, পঞ্চাশ দিন পর থেকে সত্ মানুষের কষ্ট কমতে থাকবে, অসত্ লোকজনের দুর্ভোগ বাড়বে।
মোদীর অভিমত, কালো টাকা দমনে নোট বাতিলের মাধ্যমে চলতি যুদ্ধটা কোনও সহজ ব্যাপার নয়। এই উদ্যোগ বানচাল করার চেষ্টা চলছে। কিন্তু এই দেশ তা হতে দেবে না। নোট বাতিলের জেরে মানুষ কষ্ট সহ্য করেছে, কিন্তু কখনই দেশের মঙ্গলের জন্য আমার প্রতি তাঁদের সমর্থনের ঘাটতি নেই। মুষ্টিমেয় কিছু লোকজন নোট বাতিল ভেস্তে দিতে আদাজল খেয়ে নেমেছিল। কিন্তু ১২৫ কোটি ভারতবাসীর কাছে তারা হেরে গিয়েছে। মোদী বলেন, কে বলে, দেশ বদলাতে পারে না। আমি আশ্বাস দিচ্ছি, বদল ঘটতে পারে। ১২৫ কোটি মানুষের শক্তির জোরেই এ দেশে বদল আনা সম্ভব। দুর্নীতি, কালো টাকা মানবে না ভারতবাসী। তিনি এও বলেন, যেদিন ক্ষমতায় এসেছি, সেদিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। ৮ নভেম্বর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কালো টাকার বিরুদ্ধে যুদ্ধেই নোট বাতিল, দুর্নীতিবাজদের ছাড়বে না সরকার , হুঁশিয়ারি মোদীর
web desk, ABP Ananda | 24 Dec 2016 06:40 PM (IST)