নর্মদা : স্বাস্থ্যের জন্য উপকারী গাছগাছালিতে ভরা ১৭ একর এলাকা। পোষাকি নাম আরোগ্য ভান। শুক্রবার স্ট্যাটু অফ ইউনিটির কাছে এই বিশেষ ক্ষেত্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করতে দুদিনের গুজরাট সফরে গিয়েছেন মোদি। দেশজোড়া লকডাউনের পর এটাই প্রথম তাঁর গুজরাট সফর। সেখানেই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবরথের উপস্থিতিতে আরোগ্য ভানের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিভিন্ন গাছগাছালি রয়েছে যে জায়গায়।


জানা যাচ্ছে, স্ট্যাটু অফ ইউনিটি থেকে একতা ক্রজ সার্ভিস, একতা মল ও চিলড্রেন্স নিউট্রিশন পার্কেরও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী। মোট ১৭টি প্রকল্প উদ্বোধন করে স্ট্যাটু এফ ইউনিটি এলাকাকে পর্যটক আকর্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এদিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন সদ্য প্রয়াত মহেশ কানোদিয়ার বাড়িতেও। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গেও। দীর্ঘ রোগভোগের পর কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সাংসদ মহেশ কানোদিয়া।