তবে শুধু এই স্মৃতিসৌধটি নয়, কালামের একটি ভাস্কর্যের উদ্বোধনও করেছেন মোদী। সেই স্ট্যাচুতে কালামকে একটি বীণা হাতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী পলানিস্বামী, কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণ এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্যে লড়ছেন এনডিএ প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু। কালামের স্মৃতিসৌধে ঢোকার মুখে ভারতের পতাকা উত্তোলন করে প্রবেশ করেন মোদী। এই জাতীয় পতাকাটি তৈরি করেছে ডিআরডিও। তারপর প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
মোদীর উন্মোচন করা স্মৃতিসৌধটি দেখতে অনেকটা ইন্ডিয়া গেটের মতো। এছাড়া সেখানে রাখা রয়েছে রকেট এবং মিসাইলের প্রতিরূপ। স্মৃতিসৌধের প্রথম অংশটি উদ্বোধন করা হলেও, দ্বিতীয় অংশটির কাজ শেষ হবে আগামী ১৮ মাসের মধ্যে। তারপর সেখানে থাকবে একটি গ্রন্থাগার, প্ল্যানেটোরিয়াম ও অডিটোরিয়াম।