নয়াদিল্লি: সিআরপিএফে হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থী নরেন্দ্র মোদী! এই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জারি করা হয়েছিল অ্যাডমিট কার্ড। এমনই একটি অ্যাডমিট কার্ডে রয়েছে নরেন্দ্র মোদীর নাম ও ছবি। আধিকারিকদের বক্তব্য, কেউ শয়তানি করেই এই কাণ্ড ঘটিয়েছে। রামপুরে সিআরপিএফ-এ নিয়োগের পরীক্ষার জন্য ওই অ্যাডমিট কার্ড জারি করা হয়েছিল। গত ১৫ জুলাই পরীক্ষা নেওয়া হয়। মোদীর নাম ও ছবি সহ ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরও। নাম ও ছবি মোদীর হলেও জন্ম তারিখ ১৯৯২-এর ১৮ অক্টোবর। আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী,প্রার্থী অমৃতসরের সমরই গ্রামের বাসিন্দা। ওই রোল নম্বরের পরীক্ষার্থী অবশ্য পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি আধিকারিকদের নজরে আসার পরই অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়।সিআরপিএফ সূত্রের খবর, আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে হওয়ার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে।কিন্তু খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে যুক্তের হদিশ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।