কংগ্রেস এখন ইতিহাস! ভরসা করা উচিত নয় কারও, পঞ্জাবে ভোটপ্রচারের সূচনা করে কটাক্ষ মোদীর
Web Desk, ABP Ananda | 27 Jan 2017 05:21 PM (IST)
জলন্ধর: রাজনৈতিক স্বার্থে পঞ্জাবের অবমাননা করছে কংগ্রেস। জলন্ধরে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৪ ফেব্রুয়ারির বিধানসভা ভোটে রাজ্যের মানুষ কংগ্রেসকে শিক্ষা দেবেন বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি-শিরোমনি অকালি দলের জোটের নির্বাচনী প্রচারের সূচনা করে মোদী বলেন, ভারতে অনেক রাজ্যই আছে। কিন্তু পঞ্জাব সাহসী, বীর সন্তানদের ভূমি। এর গুরুত্ব অনেক। পঞ্জাব শুধু একটা রাজ্য নয়, তার চেয়ে বেশি। দেশের গৌরব বাড়িয়েছে পঞ্জাব। পাশাপাশি কংগ্রেস এখন ইতিহাস বলেও কটাক্ষ করে মোদী বলেন, কিছুই করতে পারে না ওরা। একটা ডুবন্ত জাহাজ। ওতে কারও ওঠা উচিত নয়, কেননা ওই জাহাজ কোথাও নিয়ে যেতে পারবে না। রাহুল গাঁধী আজ পঞ্জাবে ভোট প্রচারে গিয়ে রাজ্যে মাদক সমস্যা নিয়ে মুখ খোলায় পাল্টা মোদী বলেন, কিছু মানুষ পঞ্জাবের যুবসমাজের ভাবমূর্তি খারাপ করে দেখিয়ে নীচু স্তরের রাজনীতি করছেন। নিজেদের স্বার্থ পূরণে কংগ্রেস রাজনৈতিক সুবিধাবাদ অবলম্বন করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ওরা জলের মতো। রাজনৈতিক স্বার্থে যখন যেমন দরকার, তখন তেমন ভোল বদলে ফেলে ওরা। তিনি সওয়াল করেন, একটা অদ্ভূত দল। পশ্চিমবঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে ওরা বামেদের হাত ধরেছিল। বামেরা যতগুলি আসন দিল, তা-ই মে্নে নিল। উত্তরপ্রদেশে নিজেদের যাত্রায় সমাজবাদী পার্টিকে আক্রমণ করল। তারপর সপা-র ঝগড়া থেকে নিজের ফায়দা হওয়ার সুযোগ দেখে ওদের সঙ্গেই রফা করল।