নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেল। বুধবার ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। বিশ্বের মধ্যে এটি বৃহত্তম সরকারি স্বাস্থ্যপ্রকল্প বলে দাবি করা হয়। বুধবার ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'প্রত্যেক ভারতীয়ের কাছে এটা গর্বের ব্যাপার যে, আয়ুষ্মান ভারতের সুবিধাভোগী এক কোটি ছাড়িয়ে গিয়েছে। ২ বছরেরও কম সময়ের মধ্যে বহু মানুষের জীবনে এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলেছে।'

প্রধানমন্ত্রী মোদি সব সুবিধাভোগীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সুস্থতা কামনা করেছেন। আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, 'বহু ভারতীয় বিশেষত গরিবদের বিশ্বাস জিতে নিয়েছে এই উদ্যোগ। সুবিধাভোগীরা উচ্চমানের মেডিক্যাল কেয়ার পান এই প্রকল্পে।' প্রকল্পের এক কোটিতম সুবিধাভোগী, মেঘালয়ের পূজা থাপার সঙ্গে কথা বলেছিলেন মোদি। সেই কথোপকথনের অডিও ক্লিপ ট্যুইটারে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।