নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান মন কি বাত-এ সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের তরুণ ফুটবলারদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দারুণ সফল হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতের তরুণ ফুটবলাররা সমর্থকদের হৃদয় জয় করেছে। ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।’ ফুটবলের পাশাপাশি হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় হকি দল এবং ডেনমার্ক ওপেন সুপার সিরিজ জেতায় ব্যাডমিন্টন খেলোয়াড় কিদম্বী শ্রীকান্তেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।


ভারতে প্রথমবার অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার বিচারে রেকর্ড হয়েছে। ভারতীয় দল গ্রুপ লিগ থেকেই বিদায় নিলেও, তরুণ ফুটবলারদের লড়াই সবার প্রশংসা কুড়িয়েছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনোও ভারতে ফুটবল ঘিরে মানুষের উৎসাহ দেখে অবাক। তিনিও ভারতে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এবার প্রধানমন্ত্রীও ভারতীয় ফুটবলারদের প্রশংসা করলেন।

ভারতীয় হকি দল ১০ বছর পরে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। গোটা প্রতিযোগিতায় অপরাজিত ছিল ভারত। পাকিস্তানকে দু’বার হারিয়েছেন সর্দার সিংহরা। এই সাফল্যের জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শ্রীকান্তও ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন। সম্প্রতি তিনি অসাধারণ ফর্মে আছেন। এ বছর ইতিমধ্যেই তিনটি খেতাব জিতে নিয়েছেন এই শাটলার। ভারতেরই এইচ এস প্রণয়কে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন শ্রীকান্ত। ফলে তাঁর সামনে বছরের চতুর্থ খেতাব জয়ের সুযোগ।