ভীম অ্যাপের উদ্বোধন, ডিজিটাল লেনদেনই ভবিষ্যত, বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda, web desk | 30 Dec 2016 05:50 PM (IST)
নয়াদিল্লি : সাধারণ মানুষের কাজে ডিজিটাল লেনদেনকে সহজ করতে ‘ভিম অ্যাপ’ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ডিগি ধন মেলায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেছেন, বাবাসাহেব আম্বেদকরের নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে লেনদেনের জন্য পুরস্কারের বন্দোবস্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, গরিবরা যাতে পুরস্কার জিততে পারেন সেজন্য যাঁরা ৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত লেনদেন করবেন, তাঁদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকছে। আগামী ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনে এই পুরস্কারের জন্য মেগা ড্র হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এবার গ্রাহকদের আঙুলের ছাপই হয়ে উঠবে তাঁদের ব্যাঙ্ক। তিনি আরও বলেছেন, ডিজিটাল লেনদেনই ভবিষ্যত। অ্যাপের লঞ্চ করতে গিয়ে নোট বাতিলের বিরোধীদের একহাত নেন মোদী। তিনি বলেন, কয়েক বছর আগে শুধু দুর্নীতির খবরই শোনা যেত, আর এখন শোনা যায় উন্নতির কথা। সমস্ত ধরনের অসুবিধা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের যে কোনও রকম ত্রুটিবিচ্যূতি হঠিয়ে দিতে একজোট দেশ। মোদী বলেছেন, ডিজিটাল লেনদেন দেশের পক্ষে খুবই লাভজনক হবে। দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।