ওইসিডি জানিয়েছে, সরকারের উপর মানুষের আস্থা বিষয়ক সমীক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক উত্থান, বড় দুর্নীতির ঘটনার মতো শিরোনামে আসা খবরগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগে এ বছরের জুলাইয়েও একটি সমীক্ষায় জানা গিয়েছিল, মোদী সরকারকে বিশ্বের তৃতীয় বিশ্বাসযোগ্য সরকার। সেবার ৭৩ শতাংশ ভারতীয় সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছিলেন। এবার সেই আস্থা বেড়েছে। সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে ভারত
Web Desk, ABP Ananda | 20 Nov 2017 09:35 AM (IST)
নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। এক নম্বরে সুইৎজারল্যান্ড ও দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া। একটি সমীক্ষায় এমনই জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সেই রিপোর্টের কথা উল্লেখ করে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের প্রধান। প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয়ই জানিয়েছেন, সরকারের উপর তাঁদের আস্থা আছে।’ ডব্লুইএফ আরও বলেছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার দুর্নীতি রোখার জন্য ব্যবস্থা নেওয়ায় এবং কর ব্যবস্থার সংস্কার করায় দেশবাসীর আস্থা বেড়ে গিয়েছে। প্রায় ৭৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তাঁরা মোদী সরকারের কাজে খুশি। ওইসিডি-র এই সমীক্ষার বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। তিনি লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের মানুষ সরকার ও রাজনীতিবিদদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নীতি সেই আস্থা ফিরিয়ে দিয়েছে। এটা গণতন্ত্রের ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত দেখতে পাচ্ছেন প্রত্যেক ভারতীয়।’