নয়াদিল্লি: আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হলেন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। ফল প্রকাশের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউপিএ-র পরাজিত প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধী।


প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ‘দল ও সরকারে বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে কাজ করার স্মৃতি মনে পড়ছে। আমি নিশ্চিত, তিনি পরিশ্রমী ও নিষ্ঠাবান উপরাষ্ট্রপতি হিসেবে দেশ গড়ার কাজ করবেন।’


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছেন, ‘আমাদের পরবর্তী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন। তাঁকে শুভেচ্ছা জানাই। আমাদের গণতন্ত্রের ঐতিহ্য অনুযায়ী, গোপালকৃষ্ণ গাঁধী মর্যাদা ও নীতির ভিত্তিতে এই নির্বাচনে লড়াই করেছেন। আমরা ভবিষ্যতেও এই নীতির পক্ষে থাকব।’


উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর বেঙ্কাইয়া বলেছেন, ‘কৃষক পরিবার থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছব সেটা কোনওদিন ভাবতে পারিনি। ভারতীয় রাষ্ট্রব্যবস্থায় কৃষির পক্ষে কোনওদিনই যথার্থ আওয়াজ ওঠেনি। এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সমর্থনের জন্য প্রধানমন্ত্রী ও সব দলের নেতাদের ধন্যবাদ। রাষ্ট্রপতির হাত শক্ত করা এবং সংসদের উচ্চকক্ষের মর্যাদা তুলে ধরার জন্য আমি উপরাষ্ট্রপতির পদকে ব্যবহার করব।’