চেন্নাই: ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ। এদিন করুণানিধির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন মোদী।


করুণানিধির সঙ্গে দেখা করতে গোপালপুরমে ডিএমকে সুপ্রিমোর বাড়িতে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তামিলনাড়ু রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।


[embed]https://twitter.com/narendramodi/status/927459073972355072[/embed]

২০১৪ সালের মে মাসে কেন্দ্রে মোদী ক্ষমতায় আসার পর থেকে এই প্রথম দুই নেতার মুখোমুখি সাক্ষাত হল। দুজনের এই সাক্ষাতপর্ব প্রায় ২০ মিনিট ধরে স্থায়ী ছিল। এদিন হুইলচেয়ারে বসা ৯৩-বছরের করুণানিধির পাশে বসেন মোদী। তাঁর হাত নিজের হাতে নেন। পরে টুইটারে মোদী লেখেন, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির সঙ্গে সাক্ষাত হল। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলাম।


https://twitter.com/mkstalin/status/927448323392356352

এদিন করুণানিধির বাসভবনের মূল ফটকে মোদীকে স্বাগত জানান প্রবীণ রাজনৈতিক নেতার ছেলে তথা দলের কার্যকরি সভাপতি এম কে স্তালিন। তাঁকে লাল শাল দিয়ে অভ্যর্থনাও করেন। পরে, নিজের টুইটার পেজে স্তালিন লেখেন, করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।