নয়াদিল্লি: সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের প্রচণ্ড স্নেহ করেন। যখনই সুযোগ পান, বাচ্চাদের আদর করতে শুরু করেন। আজই প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে এক শিশুর সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই বিশেষ বন্ধু আমার সঙ্গে দেখা করতে সংসদে এসেছিল। ছবিতে দেখা যাচ্ছে, মোদির কোলে শিশুটি বেশ উপভোগ করছে। তাকে ভীষণ হাসিখুশি দেখাচ্ছে। জানা গিয়েছে, এই শিশুটি গুজরাত থেকে সংসদ দেখতে আসা এক দর্শকের সন্তান।