নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সর্বত্র এখন অসম থেকে আসা লড়াকু মেয়ে হিমা দাসের জয়জয়কার। ধানক্ষেত থেকে দৌড় শুরু করে অতি সাধারণ এবং প্রতিকূল জীবনের মধ্যে দিয়ে গিয়ে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আইএএএফ ওয়ার্ল্ড আন্ডার-২০ চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে  প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন হিমা। সেই জয়ের মুহূর্তে হিমা যেভাবে দেশকে সম্মান জানিয়েছেন, তাঁর দেশাত্মবোধ নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি টুইট করে সেই জয়ের মুহূর্তের ভিডিওটি পোস্ট  করে লেখেন, এমন মুহূর্ত কখনও ভোলা যাবে না।


জেতার ঠিক পরেই হিমা যেভাবে তেরঙ্গা পতাকা খোঁজেন এবং দেশের জাতীয় সঙ্গীত চলার সময় আবেগপ্রবণ হয়ে যান, সেটা সত্যিই প্রশংসনীয়, মন্তব্য মোদীর। এই মুহূর্ত দেখার পর কোন ভারতীয় কাঁদবেন না, প্রশ্ন প্রধানমন্ত্রীর।

টুইটারে হিমার সেই জয়ের মুহূর্তের ভিডিও...




এদিকে প্রত্যেক দেশবাসীকে শুক্রবার কৃতজ্ঞতা জানিয়েছেন হিমা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্যে। হিমা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সকল সদস্যকে। প্রত্যেকের ভালবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদই আজ তাঁকে এখানে পৌঁছে দিয়েছে। আগামী দিনেও তাঁকে এভাবেই যেন তাঁরা ভালবাসা দেন, যাতে তিনি ভারতের মুখে আরও উজ্জ্বল করতে পারেন।




মেয়েদের ৪০০ মিটারের রেসের চূড়ান্ত পর্বে মাত্র ৫১.৪৬ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে শীর্ষ স্থান ছিনিয়ে নেন হিমা। হিমাকে ক্রীড়া দুনিয়া থেকে শুভেচ্ছা জানিয়েছেন, ক্রিকেটার রোহিত শর্মা, ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন  রাসকুইনহা এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সহবাগ।