এই গানকে বৃহত্তম প্রার্থনা মঞ্চ হিসবে বর্ণনা করা হয়েছে, যেখানে ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশন (আইএসআরএ)-র ২১১ জন সদস্য স্বনির্ভর ভারতের আবেগকে সুরেলা কুর্ণিশ জানিয়েছেন।
আশা ভোঁসলে, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, শান, উষা উত্থুপ ও প্রসুণ জোশি গানে তাঁদের নিজেদের অংশ লকডাউনের কারণে বাড়িতে বসেই রেকর্ড করেছেন।
গানটির সুর দিয়েছেন শঙ্কর মহাদেবন। গীতিকার প্রসূণ জোশি।
গানের ভিডিও শেয়ার করে লতা মঙ্গেশকর ট্যুইটারে লিখেছেন, আমাদের প্রতিভাবান আইএসআরএ গায়করা ‘আত্মনির্ভর’ ভারতের আবেগে অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়ে এই গান রচনা করেছেন, যা ভারতের মানুষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি উত্সর্গ করা হয়েছে।
ভিডিও-র কয়েকটি ক্লিপে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের মতো কোভিড-১৯-এর বিরুদ্ধে সামনের সারির যোদ্ধাদের। প্রধানমন্ত্রীকেও দেখা গিয়েছেন একেবারে শেষের দিকে।