টুইটারে তিনি লেখেন, প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি প্রত্যেক ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা।
১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন কালাম। জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৮১ সালে পান পদ্মভূষণ সম্মান। ১৯৯০ সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৭ সালে ভারত রত্ন প্রদান করা হয় তাঁকে। ২০০২ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হন কালাম। ২০০৭ পর্যন্ত রাষ্ট্রপতির পদে ছিলেন তিনি। গত বছর ২৭ জুলাই আইআইএম শিলং-এ একটি সভায় বক্তৃতা দিতে দিতে হঠাতই অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।