নয়াদিল্লি: নির্বাচনের প্রচারে প্রয়াত রাজীব গাঁধীকে টেনে আনায় বিরোধীদের সমালোচনা শুনতে হয়েছিল তাঁকে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রীর ২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি। ১৯৯১ সালে আজকের দিনে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্বাচনী জনসভায় মানববোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন রাজীব।





প্রধানমন্ত্রী আজ ট্যুইট করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গাঁধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।
এ মাসের প্রথমদিকে রাজীবকে নির্বাচনী জনসভায় ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ বলে আক্রমণ করেছিলেন মোদি।
ভোটপ্রচারে রাফাল যুদ্ধবিমান ডিলে দুর্নীতির অভিযোগে মোদিকে টার্গেট করেন রাহুল। পাল্টা রাজীব-পুত্র, বর্তমান কংগ্রেস সভাপতিকে মোদি জবাব দেন, আপনার বাবাকে 'মিঃ ক্লিন' বলতেন তাঁর পারিষদরা, কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল ‘এক নম্বর দুর্নীতিগ্রস্ত’ তকমা নিয়ে।