লাদাখ সফরে গিয়ে ওয়ার মেমোরিয়ালের হল অফ ফেমে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি সেনা হাসপাতালে গিয়ে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হওয়া ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন। ভারতের সেনা জওয়ানদের সাহস ও বীরত্বকে বাহবা দেওয়ার পাশাপাশি নাম না করে চিনকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্রাজ্যবাদ বিস্তারের দিন শেষ হয়ে গিয়েছে। এটা উন্নয়নের যুগ। ইতিহাসে বারবার দেখা গিয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি হয় হেরে গিয়েছে, না হয় পথ বদলাতে বাধ্য হয়েছে। ভারতীয় সেনা জওয়ানরা বীর। দুর্বলরা কখনও শান্তি অর্জন করতে পারে না। একমাত্র শক্তিশালীরাই শান্তির কথা বলতে পারে।’
১৫ জুন রাতে চিনের হামলায় মৃত্যু হয় ভারতের ২০ জন সেনা জওয়ানের। জখম হন ৭৬ জন। চিনের পক্ষ থেকে মোট কতজন হতাহত, সে কথা জানানো হয়নি। এই ঘটনার পর ভারত-চিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর লাদাখ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে সড়ক ও সেতু নির্মাণ বন্ধ করবে না ভারত।