নয়াদিল্লি: দেশের বড় জলাধার ও নদী অববাহিকাগুলিতে জলস্তর কমে গিয়েছে। এই প্রেক্ষিতে বৃষ্টির জল সংরক্ষণের পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মতে, স্বচ্ছতা অভিযানের মতো জল সংরক্ষণকে গণ-আন্দোলনে রূপান্তর করার সময় এসেছে। এর জন্য সকলকে উদ্যোগী হতে হবে।
দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর রবিবার প্রথম ‘মন কি বাত’-এ বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি জানান, জল সংরক্ষণের ক্ষেত্রে ‘সকলের জন্য একই রাস্তা’ তত্ত্বটি খাটে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে জল সংরক্ষণের বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে। এমন কোনও কথা নেই যে একই উপায় সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, লক্ষ্য একই হওয়া উচিৎ -- তা হল জল সংরক্ষণ।
স্বনামধন্য ব্যক্তিত্ব সহ দেশের সকল নাগরিককে মোদি আহ্বান করেন জল সংরক্ষণ নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে আসতে। পাশাপাশি, জল সংরক্ষণের চিরাচরিত প্রথা সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান বণ্টন করার আহ্বানও তিনি দেশবাসীর উদ্দেশ্যে করেন।
মোদি বলেন, কোনও ব্যক্তি বা এনজিও নিজ উদ্যোগে জল সংরক্ষণের কাজ করে চলেছে বলে যদি আপনার জানা থাকে, তাহলে সেই তথ্য সকলের সঙ্গে ভাগ করুন।
প্রসঙ্গত, দেশের একাধিক শহরে চরম জলসঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে, দেশের একাধিক বড় বাঁধ, জলাধার ও জলাশয়গুলিতে জলস্তর মারাত্মক হারে কমে গিয়েছে।
মন কি বাত: জল সংরক্ষণের জন্য দেশবাসীর কাছে আহ্বান প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2019 01:52 PM (IST)
দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর প্রথম ‘মন কি বাত’-এ বক্তব্য রাখেন মোদি। প্রধানমন্ত্রীর মতে, স্বচ্ছতা অভিযানের মতো জলসঞ্চয়কে গণ-আন্দোলনে রূপান্তর করার সময় এসেছে। এর জন্য সকলকে উদ্যোগী হতে হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -