নয়াদিল্লি: জওহরলাল নেহরুর ৫৫-তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নরেন্দ্র মোদির। দেশগঠনে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করেছেন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পাওয়া বিপুল জনাদেশের জোরে ফের প্রধানমন্ত্রী হতে চলা মোদি। তিনি ট্যুইট করেছেন, পন্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর মৃত্যবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমাদের দেশের প্রতি তাঁর অবদান স্মরণ করছি। ১৮৮৯ এর ১৪ নভেম্বর অবিভক্ত ভারতের এলাহাবাদে জন্ম হওয়া নেহরু স্বাধীন ভারতের প্রথম ও সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন। ১৯৬৪ সালের ২৭ মে তাঁর জীবনাবসান হয়।



উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ট্যুইট করেছেন, আজ পন্ডিত জওহরলাল নেহরুজির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। চিরকাল তাঁকে স্মরণ করা হবে আধুনিক ভারত গঠনে তাঁর অবদানের জন্য।




শীর্ষ বিজেপি নেতা তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য রাজনাথ সিংহও নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর পূণ্যতিথিতে আমাদের দেশ ও সমাজে তাঁর অবদান স্মরণ করছি। তাঁকে আমার শ্রদ্ধা জানাই।




রাহুল গাঁধী ট্যুইটে নেহরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন, ভারতের মতো যুবক অনেক গণতান্ত্রিক রাষ্ট্রই দ্রুত একনায়কতন্ত্রে অধঃপতিত হয়েছে। কংগ্রেস সভাপতি আরও লিখেছেন, আসুন জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শক্তিশালী, স্বাধীন, আধুনিক প্রতিষ্ঠান গঠনে ওনার অবদান স্মরণ করি যেগুলো ৭০ বছরের ওপর ভারতে গণতন্ত্র টিঁকে থাকতে সাহায্য করেছে।