নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীর থেকে আসা বিরোধী দলের নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হল আলোচনা। উপত্যকার উন্নয়ন সেখানকার সাম্প্রতিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবে না।
মোদী বিরোধী দলের নেতাদের আলোচনায় ইঙ্গিত দিয়েছেন সেখানকার সমস্যার সমাধানে শীঘ্রই রাজনৈতিক উদ্যোগ নেওয়ার ভাবনা রয়েছে কেন্দ্রের। উপত্যকায় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের মুখ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত রয়েছে সেখানকার পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বিশেষ তত্পর হতে চলেছে কেন্দ্র।
মোদী আলোচনা সভায় আরও বলেন, সংবিধানের মধ্যে থেকে যেকোনও ভাবেই আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান বের করতে হবে কাশ্মীর সমস্যার।
জম্মু কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মির, আজকের আলোচনার পর বলেন, শেষপর্যন্ত প্রধানমন্ত্রীও মেনে নিয়েছেন শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে কাশ্মীরে শান্তি ফিরে আসবে না। তাঁর আশা এই আলোচনা খুব শীঘ্রই শুরু হবে। উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও মোদীর এই দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, তিনিও চান যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনাপর্ব শুরু হোক।
গত ৪৫ দিন ধরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কার্ফু জারি রয়েছে। বুরহানের মৃত্যুর পর এখনও পর্যন্ত অশান্ত কাশ্মীরে মৃত্যু হয়েছে ৭০ জনের এবং আহতের সংখ্যা কমপক্ষে পাঁচ হাজার।
আজ উপত্যকার বিরোধী দলের নেতারা মোদীর কাছে একটি হলফনামা জমা দিয়ে বলেন, এভাবে দিনের পর দিন যদি উপত্যকায় কার্ফু জারি থাকলে, এবং হামলায় মানুষের মৃত্যু হলে, অচিরেই ভেঙে পড়বে সেখানকার অর্থনীতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন্দ্রকে।
কাশ্মীর সমস্যার সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব:মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2016 10:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -