নয়াদিল্লি: নাম মঙ্গল কেবত। বাস উত্তরপ্রদেশের বারাণসীতে। পেশায় রিক্সাচালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দত্তক নেওয়া গ্রাম ডোমরিতে নিজের পরিবার নিয়েই থাকেন মঙ্গল। বৃহস্পতিবার ছিল তাঁর মেয়ের বিয়ে। এই অনুষ্ঠান উপলক্ষ্যেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কেন্দ্রের সাংসদ তথা দেশের প্রধানমন্ত্রী মঙ্গলের মেয়ের বিয়েতে আসতে পারেননি। তবে কেবত পরিবার ও নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিই বৃহস্পতিবার এসে পৌঁছল ডোমরি গ্রামের কেবত পরিবারের কাছে। সেই চিঠি নিমন্ত্রিতদের সবাইকে দেখালেন মঙ্গল।
সংবাদ সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় বারাণসীর এই রিক্সাচলক বলেন, “আমার এক বন্ধুর পরামর্শেই প্রধানমন্ত্রীকে মেয়ের বিয়ের কার্ড পাঠিয়েছিলাম। দিল্লি ও বারাণসী, প্রধানমন্ত্রীর দুই অফিসেই সেই কার্ড পাঠিয়েছি। আমি কল্পনাও করতে পারিনি, প্রধানমন্ত্রীর সাড়া পাব। মেয়ের বিয়েতে নিমন্ত্রিত সকলকে প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি দেখিয়েছি।”
মঙ্গল কেবত গঙ্গা সংস্কার ও স্বচ্ছ ভারত প্রকল্পে নিবেদিত প্রাণ একজন মানুষ। নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের প্রাক্কালে তিনি ভারতীয় জনতা পার্টির সদস্যও হন।
উল্লেখ্য, শুধু মঙ্গল কেবতই নয় অতীতে ভেলোরে এক প্রাক্তন গবেষককেও চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেই গবেষকও নরেন্দ্র মোদিকে তাঁর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সেই বিয়েতে উপস্থিত না থাকলেও চিঠি লিখে গবেষক ও তাঁর পরিবার এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।