নয়াদিল্লি: দেশের সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রকল্প বাস্তবায়িত করায় গা-ছাড়া মনোভাব দেওয়ার জন্য পূর্বতন ইউপিএ সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, চলতি বছরের মধ্যে বাকি ২.৬৭ কোটি গৃহে বৈদ্যুতিকরণ সম্পন্ন করবে তাঁর সরকার।
এদিন ১৬,২৩০ কোটি টাকার প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা (সৌভাগ্য) প্রকল্পের লাভবানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে গিয়ে মোদী জানান, তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০০৯ সালের মধ্যে দেশের প্রতি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
প্রসঙ্গত, এই নিয়ে দশবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের লাভবানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন প্রধানমন্ত্রী। এদিন মণিপুরের লিসাং গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মোদী। মোদী সরকারের আমলে এটিই হল এখনও পর্যন্ত সর্বশেষ গ্রাম যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল। কেন্দ্রের দাবি, বর্তমান সরকারের আমলে এই নিয়ে প্রায় ১৮ হাজার গ্রামের বৈদ্যুতিকরণ করা হয়েছে।
সৌভাগ্য প্রকল্পের আওতায়, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে আরও ৩.৬ কোটি গৃহে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে মোদী সরকার। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রায় ৮৮ কোটি গৃহস্থে ইতিমধ্যেই সৌভাগ্য পোর্টালের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে।