নয়াদিল্লি: দেশের অগ্রগতির নেপথ্যে চিরকাল থেকেছেন কৃষকরা। এমনকী, তাঁরা চৌরিচৌরা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


চৌরী-চৌরার ঘটনা ঘটেছিল ১৯২২ সালের ৫ ফেব্রুয়ারি। আগামীকাল চৌরীচৌরার শতবর্ষপূর্তি হচ্ছে। সেই উপলক্ষ্যে এদিন সেই ঘটনাকে স্মরণ করে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, চৌরিচৌরা আমাদের অনেক কিছু শিখিয়েছে। তাঁদের সংগ্রাম আমাদের সকলকে ভুলের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে চলেছে।

তিনি যোগ করেন, চৌরিচৌরার ঘটনা শুধুমাত্র একটি থানায় অগ্নিসংঘোগের ঘটনাতেই সীমাবদ্ধ ছিল না। সেখান থেকে যে বার্তা দেওয়া হয়, তার প্রভাব ছিল অনেক বড়।

মোদি বলেন, বিভিন্ন কারণে চৌরিচৌরার ঘটনাকে ছোট ঘটনা হিসেবে দেখা উচিত নয়। আমাদের উচিত সমগ্র প্রেক্ষাপট দেখা। আগুন শুধুমাত্র থানায় নয়, মানুষের হৃদয়ে ছিল।

এই প্রেক্ষিতেই চৌরিচৌরা আন্দোলনে কৃষকদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, পরোক্ষভাবে ফের বোঝানোর চেষ্টা করেন যে, নতুন কৃষি আইন আখেরে কৃষকদের স্বার্থেই করা হয়েছে।

মোদি বলেন, গত ৬ বছরে কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলস্বরূপ, করোনাকালেও দেশের কৃষিক্ষেত্র বৃদ্ধিলাভ করেছে।