নয়াদিল্লি: ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন দু বছর হল। কিন্তু এতদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেননি নরেন্দ্র মোদীর মা হীরাবেন। প্রধানমন্ত্রীই বরং গুজরাতে নিজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। এবার অবশ্য অন্য ছবি দেখা গেল। দেশের রাজধানীতে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে পাঁচ দিন কাটালেন হীরাবেন। এতদিন পর মা-কে কাছে পেয়ে ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাঁর সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অশক্ত মা-কে হুইল চেয়ারে বসিয়ে সাত নম্বর রেসকোর্স রোড ঘুরিয়ে দেখিয়েছেন। মা-ছেলে গল্পও করেছেন। ট্যুইটারে মায়ের সঙ্গে নিজের ছবি দিয়েছেন প্রধানমন্ত্রী।