PM Narendra Modi Speech: লকডাউন উঠলেও ভাইরাস কিন্তু যায়নি,উৎসবে সুরক্ষার কথা আগে ভাবতে হবে, বললেন প্রধানমন্ত্রী

আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন, আজ সন্ধে ছয়টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেব।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Oct 2020 06:48 PM
প্রধানমন্ত্রী বলেছন, কঠিন সময় পেরিয়ে আমরা এগোচ্ছি। এই সময় সামান্য গাফিলতিও এই গতিতে বাধার সঞ্চার করতে পারে। দায়িত্ব পালন ও সতর্কতা-দুটি পাশাপাশি চললেই জীবনে বজায় থাকে সুখ-সম্বৃদ্ধি। দুই গজের দূরত্ব ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরার ওপর গুরুত্ব দিতে হবে।


প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে করোনা টেস্টিং বৃদ্ধি বড় শক্তি।
করোনার কোনও ভয় নেই, এমন ভাবলে চলবে না।এমন কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে বেপরোয়াভাব স্পষ্ট।মাস্ক ছাড়া বাইরে বেরোলে, পরিবারকেই বিপদে ফেলবেন।
আমেরিকার মতো দেশে করোনার সংখ্যা ফের বাড়ছে।
এই পরিস্থিতি এখন গাফিলতির জায়গা নেই।
আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিনের জন্য কাজ করছেন।
ভ্যাকসিন এলেই, দ্রুত সম্ভব বণ্টনের জন্য প্রস্তুতি চলছে।
প্রত্যেক দেশবাসীর কাছে টিকা পৌঁছনোর জন্য চেষ্টা চলছে।
ওষুধ না আসা পর্যন্ত কোনওরকম ঢিলেমি দেওয়া যাবে না।
উৎসব করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথা আগে ভাববেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যা সাড়ে ৫ হাজারের করোনা।
আমেরিকা, ব্রাজিলের মতো দেশে এই সংখ্যা ২৫ হাজারের কাছে।
ভারতে প্রতি ১০ লক্ষের মধ্যে ৮৩জনের মৃত্যু।
আমেরিকা, ব্রাজিল-সহ বহু দেশে এই সংখ্যা ৬০০র কাছে।
আমাদের দেশে করোনা আক্রান্তের জন্য ৯০ লক্ষের বেশি বেড।
দেশে করোনা টেস্টের সংখ্যা ১০ কোটি পেরিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।
ধীরে ধীরে দোকান, বাজার ঘুরে দাঁড়াচ্ছে। ‘লকডাউন না থাকলেও, ভাইরাস চলে যায়নি।
করোনা ভাইরাস এখনও আছে, এটা মনে রাখতে হবে।’
প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের আগে ট্যুইটে খোঁচা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সন্ধে ৬ টার ভাষণে অনুগ্রহ করে দেশকে জানান, কোন দিন চিনকে ভারতের সীমার বাইরে বের করবেন।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন, আজ সন্ধে ছয়টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেব।



করোনা আবহে  উৎসবের মরশুমের মুখে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কী বার্তা দেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে।  প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কোনও খবর শোনা যেতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে। আবার কারুর কারুর অনুমান, তাঁর এই বার্তা ভারত ও চিনের মধ্যে চলতি উত্তেজনাকে ঘিরে হতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.