PM Narendra Modi Speech: লকডাউন উঠলেও ভাইরাস কিন্তু যায়নি,উৎসবে সুরক্ষার কথা আগে ভাবতে হবে, বললেন প্রধানমন্ত্রী

আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন, আজ সন্ধে ছয়টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেব।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Oct 2020 06:48 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন,...More

প্রধানমন্ত্রী বলেছন, কঠিন সময় পেরিয়ে আমরা এগোচ্ছি। এই সময় সামান্য গাফিলতিও এই গতিতে বাধার সঞ্চার করতে পারে। দায়িত্ব পালন ও সতর্কতা-দুটি পাশাপাশি চললেই জীবনে বজায় থাকে সুখ-সম্বৃদ্ধি। দুই গজের দূরত্ব ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরার ওপর গুরুত্ব দিতে হবে।