নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে এবার কখনও ঘন জঙ্গলে আবার কখনও ডিঙি নৌকায় সওয়ার নরেন্দ্র মোদি, সঙ্গী বেয়ার গ্রিলস। ডিসকভারি চ্যানেলের বিখ্যাত অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি বিশেষ একটি এপিসোডে দেখা যাবে তাঁকে। পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে তৈরী এই বিশেষ এপিসোডে মোদিকে দেখা যাবে সার্ভাইভালিস্ট ও অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে বিভিন্ন বিপজ্জনক স্থানে।১২ অগাস্ট বিশেষ এই এপিসোডের সম্প্রচার করবে ডিসকভারি চ্যানেল। ১৮০টি দেশে দেখা যাবে এই এপিসোড।

রোমাঞ্চকর অভিজ্ঞতা, রুদ্ধশ্বাস অভিযানের সঙ্গে বিয়ার গ্রিলসের এই অনুষ্ঠান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বরফের মধ্যে বিয়ার গ্রিলসের সঙ্গে খেলতে দেখা গিয়েছে রজার ফেডেরারকে। এবার সেই ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি।

এক বিবৃতিতে মোদি জানান, অনেক বছর ধরে তিনি পাহাড়-জঙ্গল-প্রকৃতির মধ্যে কাটিয়েছেন। তাই তাঁর জীবনের উপর এসবের প্রভাব সীমাহীন। তিনি আরও বলেন, রাজনীতির বাইরে জীবনকে অন্যভাবে দেখার এই সুযোগ পেয়ে তিনি খুশি।

অন্যদিকে বেয়ার গ্রিলস নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ৪৫ সেকেন্টের প্রোমো শেয়ার করে লিখেছেন- ‘এই বিশেষ এপিসোড করতে পেরে আমি সম্মানিত’।



নরেন্দ্র মোদির সঙ্গে যে এপিসোডটি দেখানো হবে, তার শ্যুটিং হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্কে। পুলওয়ামা হামলার দিন মোদির শ্যুটিংয়ে ব্যস্ত থাকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সেই শ্যুটিং ছিল এই অনুষ্ঠানেরই। অবশেষে সামনে আসতে চলেছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই এপিসোড।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের প্রোমোটি শেয়ার করেছেন মোদিও। সঙ্গে লিখেছেন, ‘ভারত, যেখানে আপনি খুঁজে পাবেন সবুজে ঘেরা অরণ্য , সৌন্দর্যে ভরা পাহাড় এবং নদী। এই অনুষ্ঠান দেখে আপনার মনেও ভারতের বিভিন্ন অংশ দেখার ইচ্ছে জাগবে।’ প্রোমোর প্রথমেই বেয়ার গ্রিলসের সঙ্গে করমর্দন করে মোদি বলছেন, ‘ওয়েলকাম টু ইন্ডিয়া’