PM Modi Meeting Live Updates: কবে ভ্যাকসিন আসবে বলা সম্ভব নয়, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী

এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যায় আচমকা বৃদ্ধি হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী করোনাভাইরাস ভ্যাকসিনের আপৎকালীন অনুমোদন ও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এর বন্টন নিয়েও আলোচনা করতে পারেন। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন, আগাম ক্রয় ও দাম নিয়ে আলোচনা হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Nov 2020 02:28 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: কোভিড পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারন্সের মাধ্যমে  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, প্রধানমন্ত্রী দিল্লি, রাজস্থান, রাজস্থান, কেরল, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সহ আট...More

নোভেল করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর ভ্যাকসিন কবে মিলতে পারে, তা নিয়ে অন্তহীন জল্পনার মধ্যেই আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও স্পষ্ট বার্তা দিলেন না। তিনি বলেছেন, বৈজ্ঞানিকরা কাজ করে যাচ্ছেন, গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কবে ভ্যাকসিন আসবে, তা বলা সম্ভব নয়। ভ্যাকসিন আবিষ্কার আমাদের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, দুনিয়াব্যাপী একাধিক ভ্যাকসিন তৈরির কাজ চলছে পুরোদমে। বিভিন্ন সংস্থার ভ্য়াকসিন সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা নানা পর্যায়ে রয়েছে। কোনওটি দ্বিতীয় স্তরে তো কোনওটি তৃতীয় পর্যায়ে রয়েছে। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করে তার কার্যকারিতা, সুরক্ষার দিকটি নিশ্চিত করার চেষ্টা চলছে। করোনা মোকাবিলায় ভ্যাকসিন প্রতিরোধী শক্তি তৈরি করতে সক্ষম কিনা, সেব্যাপারে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন গবেষকরা। রোগ প্রতিরোধ ক্ষমতার মেয়াদ কতদিন থাকবে, তাও দেখে নেওয়ার চেষ্টা চলছে। ভারতের বাজারে এলে প্রথম কারা পাবেন, কত দাম হবে, সেই জল্পনাও চলছে। তার মধ্যেই প্রধানমন্ত্রীর কথাও স্পষ্ট, এ ব্যাপারে এখনই ভরসা করার মতো সুসংবাদ এখনই আসছে না। আরও অপেক্ষা করতে হবে।