আগরতলা: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে পূর্ণশক্তিতে ঝাঁপাচ্ছে বিজেপি। রাজ্যে ভোটের প্রচারে দু দফায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এ কথা জানিয়েছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি দক্ষিণ ত্রিপুরা দেলার শান্তিবাজার ও উনকোটি জেলার কৈলাশহরে দুটি জনসভায় ভাষণ দেবেন মোদী। এরপর আগামী ১৫ ফেব্রুয়ারি ফের রাজ্যে জনসভা করবেন মোদী।
দেব জানিয়েছেন, রাজ্যে এক সপ্তাহ প্রচার চালাবেন বিজেপি সভাপতি অমিত শাহ।
৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ভোট গ্রহণ আগামী ১৮ ফেব্রুয়ারি। ফল বেরোবে ৩ মার্চ।
ত্রিপুরা থেকেই অমিত শাহ মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের প্রচারে যাবেন। ওই দুই রাজ্যে ভোট ২৭ ফেব্রুয়ারি।
ত্রিপুরার বিজেপি সভাপতি আরও জানিয়েছেন যে, রাজ্যে ভোটের প্রচারে আসবেন এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুক্তার আব্বাস নকভি। এছাড়াও আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।