মওফলং: মেঘালয় সফরে খোলামেলা মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মওফলং গ্রামে লোকনৃত্য শিল্পীদের নাচের তালে ড্রাম বাজালেন মোদী। শনিবার সকালে পূর্ব খাসি হিলস জেলার এই গ্রামে তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে এসে স্থানীয় বাসিন্দা ও লোকশিল্পীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এই প্রথম প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্বের এই রাজ্য সফরে এসেছেন।
বনভূমির জন্য প্রসিদ্ধ মওফলং গ্রাম। বিভিন্ন ধরনের গাছগাছালি, ফুল, অর্কিড, প্রজাপতির সমারোহ, সব মিলিয়ে প্রকৃতি-প্রেমিকদের মন সহজেই কেড়ে নেয় এই গ্রাম।
মেঘালয় সফরে এসে গতকাল প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের জন্য নয়া প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন এবং একটি ফুটবল স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মোদী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও কথা বলেন। উত্তর-পূর্বের রাজ্যগুলির গ্রামীন জনজীবনের উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
এর আগে উত্তর-পূর্ব কাউন্সিলের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের দিক থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলাই সরকারের লক্ষ্য। মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা, রাজ্যপাল এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেঘালয়ে লোকনৃত্য শিল্পীদের নাচের তালে ড্রাম বাজালেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2016 07:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -