নয়াদিল্লি: কেরলে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ‘ঈশ্বরের আপন দেশ’-কে বিশ্বের অন্যতম গরিব ও অনুন্নত দেশ সোমালিয়ার সঙ্গে তুলনা করে বিপাকে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী রাজনৈতিক দল তো বটেই, সাধারণ মানুষেরও প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। ট্যুইটারে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করা হচ্ছ।

 

বুধবার সকাল থেকে #PoMoneModi-তে ভরে যায় ট্যুইটার। একটি জনপ্রিয় মালয়ালম ছবির বিখ্যাত সংলাপ ‘Po Mone Dinesha’ ধার করে মোদির সমালোচনা শুরু হয়। এই সংলাপের অর্থ, ‘পুত্র, তোমাকে ছাঁটাই করা হয়েছে। বাড়ি চলে যাওয়াই তোমার পক্ষে ভাল।’

 

রবিবার কেরলে গিয়ে মোদী বলেন, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এবং উন্নয়নের ক্ষেত্রে সোমালিয়ার চেয়েও পিছিয়ে রয়েছে কেরল। তিনি রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের কথা উল্লেখ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

 

সোমবার চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি। তিনি বলেন, দেশে সোমালিয়ার মতো একটি রাজ্য রয়েছে একথা বলা প্রধানমন্ত্রীর পক্ষে লজ্জার। তিনি অবাস্তব কথা বলেছেন। তাঁর এই মন্তব্য বেদনার। কেরলকে অপমান করেছেন মোদী। তাঁর উচিত রাজনৈতিক ভদ্রতা দেখিয়ে এই মন্তব্য প্রত্যাহার করা।

 

বিজেপি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কেরলের মুখ্যমন্ত্রীর পাল্টা সমালোচনা করেছে। কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজাশেখরণের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি-উপজাতির উন্নতির লক্ষ্যে বেশ কিছু আইন করেছে। কিন্তু সেগুলি কেরলে প্রণয়ন করা হচ্ছে না। কেরলে অপুষ্টির শিকার হয়ে ১৪৩টি শিশু মারা গিয়েছে। এটা রাজ্যের অপমান নয়? মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনের দিকে তাকিয়েই মালয়ালী জাতিসত্তায় আঘাতের কথা বলছেন বলেও দাবি করেছেন তিনি।