জিডিপি-র অঙ্ক বিভ্রান্তিকর, আরবিআই-এর স্বায়ত্বশাসন বিপর্যস্ত, নোটবন্দির অভিজ্ঞতা ভয়ঙ্কর, কলমের খোঁচায় মোদিকে কড়া আক্রমণ যশবন্ত সিনহার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2018 05:05 PM (IST)
নয়াদিল্লি:গত দুই বছর ধরে মোদি সরকারের কড়া সমালোচনা করে গেছেন তিনি। প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সম্প্রতি বাংলার মাটিতে এসেও মোদি সরকারের বিভিন্ন নীতির প্রতি তাঁর অনাস্থা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি তাঁর ভরসার কথা বলেছেন। এবার মোদি সরকারের প্রতি অসন্তুষ্টির প্রকাশ ঘটল তাঁর লেখা বই ‘ইন্ডিয়া আনমেড: হাউ মোদি গভর্নমেন্ট ব্রোক দ্য ইকোনমি’-তে। বেশ চাঁচাছোলা ভাবেই নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন তিনি। তিনি লিখেছেন, জিডিপি-র অঙ্ক বিভ্রান্তিকর, আরবিআই-এর স্বায়ত্বশাসন বিপর্যস্ত, নোটবন্দির অভিজ্ঞতা ভয়ঙ্কর।তাঁর মতে, প্রধানমন্ত্রীর স্বনিযুক্তির ভাবনা আদতে বেকারত্বের মতো গুরুতর সমস্যাকে অবহেলা করা। মোদি সরকারের অর্থনৈতিক নীতিগুলির কড়া সমালোচনা করে যশবন্ত সিনহা বলেছেন, মোদির নোটবন্দির সিদ্ধান্ত অবিমৃশ্যকারিতার নিদর্শন। এতে প্রশাসনের কোনও লাভ তো হয়ইনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়েছে নোটবন্দি আদতে বিগ জিরো। এমনকী মোদির মেক ইন ইন্ডিয়া স্কিমও অসফল বলে কটাক্ষ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।এনডিএ ছাড়ার পর অনেকেই মনে করেন, যশবন্তকে মন্ত্রী না করায় বা উপযুক্ত জায়গা না দেওয়ার জন্যই তিনি মোদি বিরোধী হয়ে উঠেছেন, আদতে তা ঠিক নয় বলেও এই বইতে লিখেছেন তিনি। তিনি লিথেছেন, মোদির সাহসিকতা তাঁকে মুগ্ধ করেছিল বলেই, দলকে ২০১৪র নির্বাচনে মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পরামর্শ দিয়েছিলেন।একজন দায়িত্ববান রাজনৈতিক নেতা হিসেবে তাই তিনি সত্যটা সকলের সামনে এই বইয়ের মাধ্যমে তুলে ধরতে চান।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -