নিরাপত্তা ছাড়াই আচমকা এইমসে প্রধানমন্ত্রী, খোঁজ নিলেন বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে
ABP Ananda, Web Desk | 25 Jun 2018 08:17 AM (IST)
নয়াদিল্লি: গতকাল রাতে আচমকা এইমস হাসপাতালে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোনও নিরাপত্তা ও প্রটোকল ছাড়াই এইমস পৌঁছন তিনি। এমনকী তিনি যে আসছেন তার খবর নাকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ছিল না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কিছুদিন ধরে এইমসে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর খোঁজখবর নিতেই হাসপাতালে যান বলে খবর। জানা গিয়েছে, কোনও নিরাপত্তারক্ষী ও নির্দিষ্ট পথ নির্দেশিকা ছাড়াই ৭, লোককল্যাণ মার্গের বাসভবন থেকে বার হন প্রধানমন্ত্রী। ট্রাফিক নিয়ম যথাযথ মেনে হাসপাতাল পৌঁছন তিনি। পৌনে এক ঘণ্টার মত তিনি হাসপাতালে থাকেন, বাজপেয়ীর শারীরিক অবস্থার খবর নেন চিকিৎসকদের কাছ থেকে। বাজপেয়ী এখন ঠিক থাকলেও দিনদুয়েক আগে ঘণ্টাকয়েকের জন্য ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। তাঁর চিকিৎসকদের মধ্যে রয়েছেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া, কার্ডিয়ো বিভাগের প্রধান ও নেফ্রো বিভাগের চিকিৎসকেরা। ১১ তারিখ থেকে এইমসে ভর্তি রয়েছেন ৯৩ বছর বয়স্ক প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। কিডনির সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই প্রধানমন্ত্রী মোদী তাঁকে দেখতে এইমস আসেন। এছাড়াও আসেন লালকৃষ্ণ আডবাণী, বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেসের সভাপতি রাহুল গাঁধী।