নয়াদিল্লি: ইয়েমেনে অপহৃত হওয়া কেরলের যাজক ফাদার টম উঝুন্নালিল আজ দেশে ফিরলেন। মুক্তির ক্ষেত্রে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ফাদার বলেছেন, তিনি মুক্তি পাওয়ায় প্রধানমন্ত্রী খুশি। তিনি স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ইয়েমেনে বন্দি অবস্থায় থাকার অভিজ্ঞতার বিষয়ে ফাদার বলেছেন, ‘কারা আমাকে অপহরণ করেছিল জানি না। আমার বিশ্বাস, মুক্তিপণের জন্যই অপহরণ করা হয়েছিল। ওরা আমাকে খেতে দিত। শারীরিক আঘাত করেনি। যারা আমাকে আটকে রেখেছিল, তাদের জন্য আমি প্রার্থনা করেছি।’



২০১৬ সালের ৪ মার্চ ইয়েমেনের আদেনে মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। তাদের হামলায় চার মহিলার মৃত্যু হয়। জঙ্গিরা ফাদারকে অপহরণ করে। বিদেশমন্ত্রক তাঁর মুক্তির জন্য সবরকম চেষ্টা করে। অবশেষে ১৮ মাস পরে মুক্তি পান তিনি। ভ্যাটিকান সিটিতে কিছুদিন কাটানোর পর আজ দেশে ফিরলেন তিনি।