বেঙ্গালুরু: কংগ্রেস যতটা না বেগ দিচ্ছে, দেখা যাচ্ছে, তার থেকে বিজেপিকে কর্নাটকে বেশি চিন্তায় ফেলছে যোগ্য অনুবাদকের অভাব। দলীয় সভাপতি অমিত শাহের বক্তব্য সম্পূর্ণ গুলিয়ে ফেলে অনুবাদক এমন কথা বলে ফেলেছেন, যাতে নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।


দেবানাগিরী জেলার চালকেরে এলাকায় বিজেপির জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন অমিত। তা কন্নড়ে অনুবাদ করছিলেন অনুবাদক প্রহ্লাদ জোশী। অমিত বলছিলেন, সিদ্দেরামাইয়া সরকার কর্নাটকের উন্নয়ন করতে পারবে না। আপনারা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করুন, ইয়েদুরাপ্পাকে ভোট দিন। আমরা কর্নাটককে দেশের সেরা রাজ্য করে তুলব।

অথচ প্রহ্লাদ অমিতের বক্তব্য বুঝতে না পেরে বলে ফেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিত, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য কিচ্ছু করবেন না। দেশকে ধ্বংস করে দেবেন তিনি। দয়া করে ওঁকে ভোট দিন।

দক্ষিণের এই রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহ যে এই প্রথম সমস্যায় পড়লেন এমন নয়। এ সপ্তাহের শুরুতে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে বসেন তিনি। কর্নাটক ভোটের দিন ঘোষণার পর সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি বলে ফেলেন, দুর্নীতির ওপর যদি প্রতিযোগিতা হয়, ইয়েদুরাপ্পা সরকারকে চ্যাম্পিয়নের খেতাব দিতে হবে। বলার ইচ্ছে ছিল সিদ্দেরামাইয়ার কথা, মুখ ফসকে টেনে আনেন ইয়েদুরাপ্পাকে।

কংগ্রেস অবশ্য পড়ে পাওয়া এমন সুযোগ ছাড়েনি। তারা তৎক্ষণাৎ টুইট করেন, অমিত শাহও মেনে নিয়েছেন, কর্নাটকে ইয়েদুরাপ্পা সরকারই সবথেকে দুর্নীতিগ্রস্ত ছিল।