নয়াদিল্লি: আজও উত্তপ্ত রাজ্যসভা। কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে গেল অধিবেশন। আজ অধিবেশন শুরু হতেই কংগ্রেস সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। হট্টগোলের জেরে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। কিন্তু বারোটায় অধিবেশন শুরু হওয়ার পর ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।


গুজরাতে বিধানসভা নির্বাচন চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে মিলে চক্রান্ত করার যে অভিযোগ করেছিলেন মোদী, সেটার জন্য তাঁর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় কংগ্রেস। যদিও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এই দাবি মানতে নারাজ। তিনি বলেছেন, মোদী যেহেতু সংসদে এই মন্তব্য করেননি, তাই তিনি ক্ষমা চাইবেন না। তাঁর এই মন্তব্যের প্রতিবাদ জানান কংগ্রেস সাংসদরা।

গতকাল অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে ঠিক হয়েছিল, সরকারের পক্ষ থেকে জেটলি এবং বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ এ বিষয়ে বক্তব্য পেশ করতে পারবেন। মনমোহনও রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন। কিন্তু আজও বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। ফলে সংসদের চলতি শীতকালীন অধিবেশন ব্যাহত হচ্ছে।