নয়াদিল্লি: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ৭৫-তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইট করে অমিতাভের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে লিখেছেন, তাঁর জন্য সারা ভারত গর্বিত। সিনেমায় অভিনয়ের দক্ষতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অবদান রয়েছে অমিতাভের।


অভিনেতা হিসেবে দেশে-বিদেশে অমিতাভর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি পোলিও, যক্ষারোগ রোখা এবং স্বচ্ছতা অভিযানের প্রচারেও সামিল হয়েছেন। এবার অবশ্য জন্মদিন পালন করবেন না বলে আগেই জানিয়ে দেন অমিতাভ। তিনি এখন মলদ্বীপে আছেন। তাঁর পরিবারের লোকজনও সেখানে গিয়েছেন।