অভিনেতা হিসেবে দেশে-বিদেশে অমিতাভর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি পোলিও, যক্ষারোগ রোখা এবং স্বচ্ছতা অভিযানের প্রচারেও সামিল হয়েছেন। এবার অবশ্য জন্মদিন পালন করবেন না বলে আগেই জানিয়ে দেন অমিতাভ। তিনি এখন মলদ্বীপে আছেন। তাঁর পরিবারের লোকজনও সেখানে গিয়েছেন।
ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -