নয়াদিল্লি: বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি আরও সুখী সমাজের জন্য শুভকামনা জানিয়েছেন। আজ ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রার্থনা করি, এই মঙ্গলজনক দিনে আমাদের সমাজ আরও সুখী ও ঐক্যবদ্ধ থাকে। আশা করি মা সরস্বতীর সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং ধীশক্তি দেবেন।’
বসন্ত পঞ্চমীর দিন বাংলায় যেমন সরস্বতী পুজো হয়, দেশের বিভিন্ন প্রান্তেও নানারকম উৎসবের মাধ্যমে দিনটি পালন করা হয়। সকাল থেকেই দেশের সর্বত্র মানুষ উৎসবে মেতে উঠেছেন।