কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই প্রথম জন্মদিন সনিয়া পুত্রের। দলীয় সভাপতির জন্মদিনটি বিশেষ ভাবে পালন করতে নেমে পড়েছেন উত্সাহী কংগ্রেস নেতা-কর্মী, অনুরাগীরা। কংগ্রেস সদর দপ্তরের বাইরে ব্যাপক উদ্দীপনা চোখে পড়ে। রাহুলের ছবির পোস্টার পড়ে। তাসা, ড্রাম বাজাতে দেখাতে যায় তাঁদের। সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন প্রার্থনা করি, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর
Web Desk, ABP Ananda | 19 Jun 2018 12:29 PM (IST)
নয়াদিল্লি: রাহুল গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। কংগ্রেস সভাপতির ৪৮-তম জন্মদিনে ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, কংগ্রেস সভাপতি শ্রী রাহুল গাঁধীকে জন্মদিনের অভিনন্দন জানাই। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।