রাহুল গাঁধীর জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2016 05:23 AM (IST)
নয়াদিল্লি: রবিবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর ৪৬ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট করে তিনি রাহুলের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। অন্যবার জন্মদিনে বিদেশে থাকলেও, এবার দেশেই আছেন রাহুল। সারা দেশের কংগ্রেস কর্মীরা ধূমধাম করে তাঁর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছেন। দল এই মুহূর্তে মোটেই ভাল জায়গায় নেই। সারা দেশেই রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়ছে কংগ্রেস। ভবিষ্যতে রাহুলের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন শতাব্দী প্রাচীন দলটির নেতা-কর্মীরা। এই জন্মদিন থেকেই সেই লক্ষ্যে কাজ শুরু করতে পারেন রাহুল।