নয়াদিল্লি:  রাষ্ট্রপতি মেয়াদ শেষের দিন প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে বলে জানালেন সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি। আজ ট্যুইটের মাধ্যেমে এ কথা জানিয়েছেন প্রণব।
প্রধানমন্ত্রীর সেই চিঠিটিও ট্যুইটারে পোস্ট করেছেন তিনি।





প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসা করে মোদী লেখেন, ‘সহজ-সরল ব্যবহার, নীতিবোধ এবং ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার প্রগাঢ় জ্ঞানের কথা সবাই জানেন। বিভিন্ন বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আমাকে বিস্মিত করেছে’।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে প্রণবের অভিভাবক সুলভ আন্তরিক ব্যবহারেরও প্রশংসা করেছেন।