নয়াদিল্লি: নিরাপত্তা বাড়ছে নরেন্দ্র মোদীর। মাওবাদীরা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর কায়দায় বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষছে বলে জানিয়ে পুনে পুলিশের চাঞ্চল্যকর দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে আজ উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানেই প্রধানমন্ত্রীর জন্য আরও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবা, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান রাজীব জৈন বৈঠকে ছিলেন। মোদীর নিরাপত্তার আয়োজন খতিয়ে দেখা হয়। রাজনাথ প্রধানমন্ত্রীর নিরাপত্তা যথাযথ ভাবে জোরদার করতে সব এজেন্সির সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিতে বলেছেন বলে জানানো হয় সরকারি বিবৃতিতে।
মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি রিপোর্ট পেয়েছে যাতে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখা কিছু লোকজনের মধ্যে আদানপ্রদান হওয়া বার্তার উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রীকে খুনের নিশানা করার প্রসঙ্গ আছে।
পুনে পুলিশ গত ৭ জুন আদালতে জানায় মাওবাদীদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরই একজনের দিল্লির বাড়ি থেকে একটি 'চিঠি' পাওয়া গিয়েছে, যাতে 'আরেকটি রাজীব গাঁধী ধাঁচের ঘটনা'য় মোদীকে হত্যার ছকের উল্লেখ রয়েছে।
এদিকে শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম ওই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন, এর কতটা সত্যি, তা পরীক্ষা করে দেখা হয়নি, তবে প্রধানমন্ত্রীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। সরকার সেটা করুক। আমরা সকলেই ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার পক্ষপাতী।
তিনি বলেন, সরকারের এক মন্ত্রীই বলেছেন, প্রধানমন্ত্রীকে হত্যার ছকের সঙ্গে যুক্ত, গ্রেফতার হওয়া এলগার পরিষদের লোকজনের কয়েকজনকে তিনি চেনেন, ওদের সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্কই নেই।
পুনে পুলিশ মোদীকে খুনের প্ল্যানের ইঙ্গিত দেওয়া যে চিঠির কথা বলেছে, সে ব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যাবতীয় ঠিকমতো খতিয়ে না দেখা চিঠিকে বিশ্বাসযোগ্য নথি বলে ধরা উচিত বলে মনে হয় না। এধরনের চিঠি ভেসে উঠবে।
পুনে পুলিশের দাবি নিয়ে সংশয় জানিয়েছেন অনেকেই। এনসিপি সভাপতি শরদ পওয়ার মহারাষ্ট্র সরকারের দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করে বলেছেন, বিজেপি সহানুভূতি কুড়োতে 'হুমকি চিঠি কার্ড' খেলছে।
বিজেপি শরিক শিবসেনা বলেছে, মোদীকে মাওবাদীদের খুনের ছকের দাবি যুক্তিসঙ্গত বলে মনে হয় না। এ তো হরর ছবির গল্প!
খুনের ছক মাওবাদীদের, পুনে পুলিশের দাবির পর উচ্চস্তরের বৈঠক, নিরাপত্তা বাড়ছে মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2018 07:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -