মোদীর সঙ্গে ‘সুপারম্যানে’র তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল
ABP Ananda, web desk | 21 Dec 2016 09:59 AM (IST)
লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি করতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয় গোয়েল সুপারম্যানের সঙ্গে তুলনা টেনে ফেললেন। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোয়েল বলেন, তরুণ প্রজন্মর কাছে খুবই জনপ্রিয় মোদী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নতি সঠিক দিশাতেই এগোচ্ছে। এরপরই গোয়েল বলেন, দেশ তার সুপারম্যান পেয়ে গিয়েছে। তাঁর নাম নরেন্দ্র মোদী’। নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে গোয়েল বলেছেন, দেশ থেকে দুর্নীতি দূর করা এবং কালো টাকায় রাশ টানার জন্য একেবারে সঠিক সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েল তাঁর ভাষণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবেরও সমালোচনা করেছে। তিনি অখিলেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন।