গোরক্ষপুর: বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়েছিল ঠিকই কিন্তু সে জন্য শিশুমৃত্যু হয়নি। দাবি করলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। আজ তিনি ও প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যা সংক্রান্ত মন্ত্রী আশুতোষ ট্যান্ডন হাসপাতালে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ কম ছিল। কেন এই ২ ঘণ্টা অক্সিজেন সরবরাহ কম ছিল সে ব্যাপারে তদন্ত হবে। কিন্তু এই সময়ে কোনও শিশুর মৃত্যু হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও বক্তব্য, অগাস্ট মাসে প্রতি বছরই শিশু মৃত্যু বেড়ে যায়। শিশু মৃত্যুকে তাঁরা হালকা করে দেখছেন না ঠিকই শুধু অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে এই মৃত্যু নয়।

প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষপুরের পরিস্থিতির দিকে টানা নজর রাখছেন।



হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর করা হয়েছে।