নয়াদিল্লি ও ওয়াশিংটন: তিনটি দেশে চারদিনের সফরের জন্য রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি পর্তুগালে থাকবেন। পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিয়ো কোস্টার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিত বিষয়ে আলোচনা হবে। পর্তুগালে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মোদী। এরপর মোদী রওনা দেবেন আমেরিকায়। ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই মোদীর প্রথম আমেরিকা সফর।
মোদী ও ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা করবেন। সোমবার সংক্ষিপ্ত একটি ফটো সেসনে অল্প সময়ের জন্য প্রথম সাক্ষাত্ হবে মোদী ও ট্রাম্পের। এরপর তাঁরা প্রতিনিধি পর্যায়ের আলোচনার নেতৃত্ব দেবেন এবং একটি সংবর্ধনা সভাও হবে। ওই দিনই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারবেন মোদী। ট্রাম্প প্রশাসনের আমলে ওই প্রথম হোয়াইট হাউসে সফররত কোনও রাষ্ট্রনেতাকে নৈশভোজে আপ্যায়িত করা হবে। ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
ওই আধিকারিক জানিয়েছেন, মোদী ও ট্রাম্প একসঙ্গে অনেকটা সময় কাটাবেন। এই সময়ের মধ্যে একে অপরকে জানার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে দুই নেতার।
ওই আধিকারিক বলেছেন, ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক জোরাল করার সুযোগ মোদীর এই সফর। এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও সমগ্র বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাম্প।
ওই আধিকারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আর্থিক উন্নতির মতো দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে।
সফরের শেষ পর্যায়ে নেদারল্যান্ডে যাবেন মোদী।
আমেরিকা সহ তিন দেশ সফরে রওনা দিলেন মোদী
ABP Ananda, web desk
Updated at:
24 Jun 2017 10:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -